Richang Falls রিছাং ঝর্ণা , Khagrachari - Khagrachari 4.89

4.5 star(s) from 158 votes
Alutila, Khagrachari
Khagrachari, 4400
Bangladesh
Download vCard Share
Add Review

About Richang Falls রিছাং ঝর্ণা , Khagrachari

Richang Falls রিছাং ঝর্ণা , Khagrachari Richang Falls রিছাং ঝর্ণা , Khagrachari is one of the top rated place listed as Tours/sightseeing in Khagrachari , Tourist Attraction in Khagrachari ,

How to contact Richang Falls রিছাং ঝর্ণা , Khagrachari ?

More about Richang Falls রিছাং ঝর্ণা , Khagrachari

ঝর্ণার সমগ্র যাত্রাপথটাই দারুণ রোমাঞ্চকর। দূরের উঁচু-নীচু সবুজ পাহাড়, বুনো ঝোপ, নামহীন রঙীন বুনো ফুল এসব নয়নাভিরাম অফুরন্ত সৌন্দর্য আপনাকে এক কল্পনার রাজ্যে নিয়ে যাবে। পাহাড়ী আঁকাবাঁকা পথ আর পথের দুধারে জমে থাকা সবুজ বনানী যাত্রা পথের সব ক্লান্তি দুর করে দিবে। পুরোটা পথ আপনি গাড়ী নিয়ে যেতে পারবেন না। ঝর্নার কিছু আগেই গাড়ী থেকে নেমে পায়ে হেঁটে যেতে হবে। পাহাড়ী পথটা মোটেও আরামদায়ক নয়। আপনাকে একটি বাশের লাঠি নিয়ে নিতে হবে তাতে পরিশ্রম কম হবে। লাল মাটির পথ মাড়াতে মাড়াতে বুঝতে পারবেন পাহাড়ী জীবন কতটা কষ্টকর। এভাবে হাটতে হাটতে একসময় কানে ভেসে আসবে গমগম করে পানি পড়ার শব্দ। বুঝতে পারবেন এসে পরেছেন রিছাং ঝর্না কাছে।


দৃষ্টিনন্দন সে ঝর্না। সত্যিই সৌন্দর্যের আধার রিছাং ঝর্না যেন প্রকৃতির এক অপার সৃষ্টি। পাহাড়ের প্রায় ১০০ ফুট উপর হতে ঝর্নার পানি নিচে পড়ছে। নিচে পড়ার পর তা আবার আরও ১০০ ফুট পাথরের ওপর গড়িয়ে নেমে আসে সমতলে। উপর হতে নেমে আসা স্ফটিক-স্বচ্ছ জলরাশি নির্ঝরের স্বপ্নের মতো অবিরাম প্রবাহমান। পাহাড়ের কোল ঘেষে পাথরের উপর দিয়ে পানি নিচে পড়ার ফলে একটি পিচ্ছিল পথের সৃষ্টি হয়েছে। আপনি একটু সাহসী হলেই সেই পানির স্রোতের সাথে নিচে নেমে আসতে পারেন। মেতে উঠতে পারেন জলকেলিতে।
যেভাবে যেতে হবেঃ
খাগড়াছড়ি হতে চান্দেরগাড়ী বা পাবলিক বাসে করে যেতে হবে আলুটিলা। আলুটিলা ভ্রমন শেষে যেতে হেবে সরাসরি রিছাং ঝর্না।

Where is Richang Falls রিছাং ঝর্ণা , Khagrachari located ?

TOP10 PLACES NEAR TO RICHANG FALLS রিছাং ঝর্ণা , KHAGRACHARI

Updates from Richang Falls রিছাং ঝর্ণা , Khagrachari

Review Richang Falls রিছাং ঝর্ণা , Khagrachari

   Loading comments-box...