Patuakhali Sadar - পটুয়াখালী সদর - Patuakhali 5.51

4.5 star(s) from 164 votes
DC Banglo Road
Patuakhali, 8600
Bangladesh
Download vCard Share
Add Review

About Patuakhali Sadar - পটুয়াখালী সদর

Patuakhali Sadar - পটুয়াখালী সদর Patuakhali Sadar - পটুয়াখালী সদর is one of the top rated place listed as Public Places in Patuakhali , Home Improvement in Patuakhali ,

How to contact Patuakhali Sadar - পটুয়াখালী সদর ?

More about Patuakhali Sadar - পটুয়াখালী সদর

পটুয়াখালী সদর উপজেলা (পটুয়াখালী জেলা) আয়তন: ৩৬২.৬২ বর্গ কিমি। অবস্থান: ২২°১৪´ থেকে ২২°২৯´ উত্তর অক্ষাংশ এবং ৯০°১২´ থেকে ৯০°২৮´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে দুমকি উপজেলা, দক্ষিণে গলাচিপা, আমতলী ও বরগুনা উপজেলা, পূর্বে বাউফল ও গলাচিপা উপজেলা, পশ্চিমে মির্জাগঞ্জ উপজেলা।

জনসংখ্যা ৩২৮৭১৩; পুরুষ ১৬৬৫৩৫, মহিলা ১৬২১৭৮। মুসলিম ৩০২৮৪২, হিন্দু ২৫৫৮৫, বৌদ্ধ ১৮৫, খ্রিস্টান ৫৫ এবং অন্যান্য ৪৬।

জলাশয় প্রধান নদীঃ বুড়িশ্বর, গলাচিপা, রাজাগঞ্জ, পটুয়াখালী।

প্রশাসন ১৮৭১ সালে পটুয়াখালী থানা গঠিত হয় এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।

উপজেলা

পৌরসভা


ইউনিয়ন


মৌজা


গ্রাম


জনসংখ্যা


ঘনত্ব(প্রতিবর্গকিমি)


শিক্ষারহার(%)

শহর


গ্রাম


শহর


গ্রাম




১২


১০১


১২৪


৬৭২৪১


২৫৫৪৭২


৮৯০


৭০.৭


৪৮.৪



পৌরসভা

আয়তন(বর্গকিমি)


ওয়ার্ড


মহল্লা


লোকসংখ্যা


ঘনত্ব(প্রতিবর্গকিমি)


শিক্ষারহার(%)

২৭.০৩





২৯


৬২৬৬৫


২৩১৮


৭২.৪৮



উপজেলাশহর

আয়তন(বর্গকিমি)


মৌজা


লোকসংখ্যা


ঘনত্ব(প্রতিবর্গকিমি)


শিক্ষারহার(%)

৬.৬৩





৪৫৭৬


৬৯০


৪৫.৪০



ইউনিয়ন

ইউনিয়নেরনাম ও জিও কোড


আয়তন(একর)


লোকসংখ্যা


শিক্ষারহার(%)

পুরুষ


মহিলা

আউলিয়াপুর ১০


৭৩৫৮


১১৮৯৮


১২০৮৮


৪১.৬৭

ইটবাড়ীয়া ২০


৬৫২৩


১২০৫০


১১৫২৩


৪৯.১৩

কমলাপুর ৪০


১১৮৭৮


১৪৭৪১


১৪৪৯৮


৩৭.৪৮

কালিকাপুর ৩৩


৩৫৭৩


৭২০৪


৭১৬৯


৫৩.৫৩

ছোটবিঘাই ১৩


৬৮৫৭


৯৭৯৮


৯৪১৪


৪৩.৫১

জৈনকাঠী ২৭


৬১২৯


৮৬৫১


৮৯৫৫


৪৫.৮১

বড়বিঘাই ৩১


৭০৪৯


৯৫১৮


৯৮৮১


৪৯.৫৫

বদরপুর ১১


৫৪৪১


১১৯৫০


১১৮৩৫


৫৮.১৬

মরিচবুনিয়া ৭৪


৬৮৯২


৯০২১


৯৪০১


৪৭.৫৯

মাদারবুনিয়া ৬৭


৭৬৫২


১২১০৫


১২০৫৭


৫০.৩২

লাউকাঠী ৬১


৮০৬৬


১৪২৬০


১৪৫৪২


৫৫.৯৩

লোহালিয়া ৫৪


৭১৩৪


৮৮৪০


৮৬৪৭৪৭.৮৪


সূত্র আদমশুমারি রিপোর্ট .........., বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ শ্রীরামপুর মিয়া বাড়ি মসজিদ (১৭ শতক), সদর বড় মসজিদ (১৮ শতক), ঝোপখালী শিকদার বাড়ির তিনগম্বুজ মসজিদ (১৮ শতক), লোহালিয়া মিয়া বাড়ি (১৯ শতক), বিঘাই মিয়া বাড়ি (১৯ শতক), রাজেশ্বর রায় চৌধুরী ভবন (১৯ শতক)।

মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালের ২৬ এপ্রিল পাকসেনারা পটুয়াখালী আক্রমণ করে। ৬ ডিসেম্বর পটুয়াখালী পাকসেনা মুক্ত হয়। ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পটুয়াখালী সদরে প্রবেশ করে।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন: গণকবর ৩ (পটুয়াখালী শহরে পুরাতন জেলখানার অভ্যন্তর, নতুন জেলখানার দক্ষিণ-পশ্চিম পাশে ও তুলাতলিতে);স্মৃতিস্তম্ভ ১ (পুরাতন টাউন হলের সামনে)।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৫৭৮, মন্দির ১১৩, গির্জা ১, বৌদ্ধবিহার ২৮, তির্থস্থান ৫। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: শ্রীরামপুর কালে খাঁ মসজিদ (১৭ শতক), পটুয়াখালী সদর বড় মসজিদ (১৮ শতক), ঝোপখালী শিকদার বাড়ির তিনগম্বুজ মসজিদ (১৮ শতক), লোহালিয়ার জোড়া মসজিদ (১৯ শতক),পটুয়াখালী শহরস্থ বৌদ্ধবিহার।



শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠানঃ গড় হার ৫৩.৩%; পুরুষ ৫৮%,মহিলা ৪৮.৬%। কলেজ ১৫, টিচার্স ট্রেনিং কলেজ ২, পলিটেকনিক ইনস্টিটিউট ১,ভোকেশনাল ইনস্টিটিউট ১, মাধ্যমিক বিদ্যালয় ৫৬, প্রাথমিক বিদ্যালয় ১৯৩,কিন্ডার গার্টেন ৩, মাদ্রাসা ১৪০। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ (১৯৫৭), লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি (১৯১৬), পটুয়াখালী সরকারি মহিলা কলেজ (১৯৬৮), সরকারি জুবিলী হাইস্কুল (১৮৮৭), পটুয়াখালী টাউন উচ্চ বিদ্যালয় (১৯৬৬), শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯০০), পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয় (১৯৪৬), পটুয়াখালী মহিলা সমিতি স্কুল (১৯৫২), ওয়াজেদাবাদ মোস্তাফাভীয়া ফাজিল মাদ্রাসা (১৯১৩)।

পত্র-পত্রিকা ও সাময়িকীদৈনিক: রূপান্তর, তেঁতুলিয়া,গণদাবী, সাথী; সাপ্তাহিক: পায়রা, পটুয়াখালী, অভিযাত্রী, পটুয়াখালী প্রশিকা; পাক্ষিক: মেঠো বার্তা; অবলুপ্ত সাপ্তাহিক: পল্লীসেবা (১৯৩৪),গ্রামবাংলা, খেলাফত, প্রতিনিধি, জনতা, অভিযাত্রী, তৃষা; পাক্ষিক আন্ধারমানিক; অবলুপ্ত পাক্ষিক: স্বদেশ দর্পণ, পাক্ষিক সৈকত, প্রিয় কাগজ;অবলুপ্ত মাসিক: চাবুক; সাময়িকী: পটুয়াখালী সমাচার, এক মুঠো সুরভি,অন্বেষা।

সাংস্কৃতিক প্রতিষ্ঠানঃ লাইব্রেরি ৪, ক্লাব ১০৪, মহিলা সমিতি ১, নাট্যদল ২, সিনেমা হল ৪।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎসকৃষি ৪৫.৪৪%, অকৃষি শ্রমিক ৬.১৫%, শিল্প ১.০২%, ব্যবসা ১৬%, পরিবহণ ও যোগাযোগ ৩.১৫%, চাকরি ১৩.৫৫%,নির্মাণ ২.৭৬%, ধর্মীয় সেবা ০.৩৫%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৯০% এবং অন্যান্য ১০.৬৮%।

কৃষিভূমির মালিকানা ভূমি মালিক ৭০.৯৯%, ভুমিহীন ২৯.০১%।

প্রধান কৃষি ফসলঃ ধান, বিভিন্ন প্রকার ডাল, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদিঃ তামাক, কাউন, চীনা।

প্রধান ফল-ফলাদিঃ নারিকেল, তাল।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামারঃ মৎস্য ৯, গবাদিপশু ৬, হাঁস-মুরগি ২৮।

যোগাযোগ বিশেষত্ব: পাকারাস্তা ২১০ কিমি, কাঁচারাস্তা ৯৩৫ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি।

শিল্প ও কলকারখানা: পাটকল, বরফকল, তেলকল, ছাপাখানা, বস্ত্রকল।

কুটিরশিল্পঃ বাঁশশিল্প, বেতের কাজ, সেলাই কাজ।

হাটবাজার ও মেলাঃ হাটবাজার ৫০, মেলা ৪। পটুয়াখালী পুরান বাজার এবং ধরান্দীর দেওয়ান শরীফের মেলা উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য: শুঁটকি মাছ।

বিদ্যুৎ ব্যবহারএ উপজেলার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ২৫.৩০% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

প্রাকৃতিক সম্পদ পটাস, ফসফরাস, খনিজ লবণ।

পানীয়জলের উৎসনলকূপ ৯১.৮৫%, পুকুর ৫.৭০%, ট্যাপ ০.৯৭% এবং অন্যান্য ১.৪৮%।

স্যানিটেশন ব্যবস্থাএ উপজেলার ২৬.৮৭% (গ্রামে ১৫.১৯% ও শহরে ৭৩.২৫%) পরিবার স্বাস্থ্যকর এবং ৬৮.১১% (গ্রামে ৭৯.২৮% ও শহরে ২৩.৭৬%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ৫.০২% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্রসদর হাসপাতাল ১, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, চক্ষু হাসপাতাল ১, স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র ১৪,বক্ষব্যাধি ক্লিনিক ১, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১, পারিবারিক স্বাস্থ্যকেন্দ্র ১, পরিবার পরিকল্পনা কেন্দ্র ১, ক্লিনিক ৬, কমিউনিটি ক্লিনিক ৩২।

প্রাকৃতিক দুর্যোগ ১৮২২, ১৯৬০ ও ১৯৬১ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় এবং ১৮৭৬ সালের বন্যায় বহু লোকের প্রাণহানি ঘটে এবং ঘরবাড়ি,গবাদিপশু ও অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়।

Where is Patuakhali Sadar - পটুয়াখালী সদর located ?

TOP10 PLACES NEAR TO PATUAKHALI SADAR - পটুয়াখালী সদর

Updates from Patuakhali Sadar - পটুয়াখালী সদর

Review Patuakhali Sadar - পটুয়াখালী সদর

   Loading comments-box...