Pabna Polytechnic Institute, Pabna - Pabna 5.55

4.2 star(s) from 81 votes
Polytechnic Road, Pabna.
Pabna, 6600
Bangladesh
Download vCard Share
Add Review

About Pabna Polytechnic Institute, Pabna

Pabna Polytechnic Institute, Pabna Pabna Polytechnic Institute, Pabna is one of the top rated place listed as University in Pabna , Technical Institute in Pabna ,

How to contact Pabna Polytechnic Institute, Pabna ?

More about Pabna Polytechnic Institute, Pabna

১৯২৪ সালে তাড়াশের জমিদার শ্রী বনমালী রায় কর্তৃক বর্তমানে নগরবাড়ী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে পাবনা শহরে BL Eliot Technical School নামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ এর দশকে ততকালীন পাকিস্তান সরকারের ৫ম বার্ষিকী পরিকল্পনার অংশ হিসাবে পূর্ব পাকিস্তানের বহু জেলাতে পলিটেকনিক ইনস্টিটিউট স্হাপিত হয়। তারই অংশ হিসেবে পাবনা জেলাতে ১৯৬২ সালে উক্ত টেকনিক্যাল স্কুলটি ‍‍‍‍‌‌‌‌‌" পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট " নামে প্রতিষ্ঠিত হয়।১৯৭০ সালের ১০ই জানুয়ারী ততকালীন পরিচালক (কারিগরি শিক্ষা ) ড. ওয়াকার আহম্মদ বিশ্ব বিদ্যালয় কলেজের উত্তর-পশ্চিম পার্শে ইছামতি নদীর উপকন্ঠে এক নিরিবিলি মনোরম পরিবেশে ৩০ একর জমির উপর বর্তমানে ক্যাম্পাসের ভীতি প্রস্তর স্হাপন করে ইহার ঐতিহাসিক অগ্রযাএা তরান্তিত করেন।নির্মাণ কাজ সমাপ্তির পর তিনটি টেকনোলজি লইয়া ১৯৭৮ সালে নূতন ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু হয়।
পরবর্তীতে ১৯৮০ সালে আরো একটি নতুন টেকনোলজি হিসাবে ইলেকট্রিক্যাল টেকনোলজি খোলা হয় এবং এর পরে যুগের চাহিদা অনুসারে পর্যায়ক্রমে কম্পিউটার , কনস্ট্রাকশন ও এনভায়রনমেন্টাল টেকনোলজি খোলার কারণে অএ কারিগরি বিদ্যাপীঠে বর্তমানে সাতটি টেকনোলজি চালু রহিয়াছে ।উক্ত কারিগরি বিদ্যাপীঠে প্রতি বছর প্রতি শিফটে প্রায় ৩০০ শত জন ছাএ-ছাএী ডিপ্লোমা শিক্ষা কার্যক্রম শেষ করে দেশ বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ও উচ্চ শিক্ষার ক্ষেএে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাথছে ।

Where is Pabna Polytechnic Institute, Pabna located ?

TOP10 PLACES NEAR TO PABNA POLYTECHNIC INSTITUTE, PABNA

Updates from Pabna Polytechnic Institute, Pabna

Review Pabna Polytechnic Institute, Pabna

   Loading comments-box...