Gurudayal Govt. College, Kishoreganj - Kishoreganj 5.5

4.4 star(s) from 280 votes
Gurudayal Govt. College,Haruwa, Kishoreganj
Kishoreganj, 2300
Bangladesh
Download vCard Share
Add Review

About Gurudayal Govt. College, Kishoreganj

Gurudayal Govt. College, Kishoreganj Gurudayal Govt. College, Kishoreganj is one of the top rated place listed as University in Kishoreganj , College & University in Kishoreganj ,

How to contact Gurudayal Govt. College, Kishoreganj ?

More about Gurudayal Govt. College, Kishoreganj

১৯৪৩ সন, তখনো কিশোরগঞ্জে কোন কলেজ স্থাপিত হয়নি। তৎকালীন শিক্ষামন্ত্রী কিশোরগঞ্জের কৃতি সন্তান খান বাহাদুর আব্দুল করিম খান সাহেবের সাথে এক বিবাহ মজলিশে শিক্ষানুরাগী আইনজীবি জনাব জিল্লুর রহমান কিশোরগঞ্জ এ একটি কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে আলাপ করলে তিনি সানন্দে সম্মতি প্রদান করেন। ফলশ্রুতিতে তৎকালীন মহকুমা প্রশাসক সাদ হোসেন চৌধুরী (পদাধিকার বলে সভাপতি), আব্দুল ওয়াদুদ চৌধুরী ও বিপিন রায় কে (যুগ্ম সম্পাদক), শাহ আব্দুল হামিদ, প্রফুল্ল চন্দ্র ধর এবং কিশোরগঞ্জের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও আইন পরিষদের সদস্য সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।



বহু ঐতিহ্যের ধারক ও বাহক, দেশে-বিদেশে বহু কীর্তিমান ব্যক্তিত্বের জন্মদাতা কিশোরগঞ্জ জেলার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে গুরুদয়াল সরকারী কলেজ। ১৯৪৩ সালের ০৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এই কলেজটি। প্রতিষ্ঠালগ্নে কলেজটির নাম ছিল ‘‘কিশোরগঞ্জ কলেজ’’। কলেজটি প্রথমে কিশোরগঞ্জের ‘রাখুয়াইল’ পাট গবেষণা কেন্দ্রের পাশে (তৎকালীন সিএন্ডবির ডাক বাংলোতে) এর কার্যক্রম শুরু করে এবং প্রথম প্রিন্সিপাল নিযুক্ত হন তৎকালীন সময়ের সুপন্ডিত ড. ধীরেন্দ্র লাল দাস (ডি. এল. দাস)। সেখানে দু’বছর কলেজটির কার্যক্রম চলে। আর্থিক সঙকটের কারণে কলেজে পাঠদান চালিয়ে যাওয়া খুব কষ্ট হচ্ছিল। এমনই দুর্দিনে তখনকার সময়ে এগিয়ে এলেন কিশোরগঞ্জের ভাটি এলাকার এক কৈর্বতরাজ (মৎসজীবি), বড় বড় জলমহাল যার তত্ত্বাবধানে চলতো ইটনা থানার ধনপুর ইউনিয়নের কাটৈর গ্রামের নিরক্ষর সেই কৈর্বত রাজ হলেন গুরুদয়াল সরকার। তিনি বিনাশর্তে কলেজটি বাঁচিয়ে রাখার জন্য দান করলেন তখনকার সময়ের এককালীন প্রায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা। বর্তমানে (১৯৪৩-২০১২) ৬৯ বছর পর এর মূল্য কত হবে বলাই বাহুল্য। তাঁর টাকায় কলেজের বর্তমান জায়গা খরিদ করে ভবন নির্মাণ করা হয়। গুরুদয়াল সরকার মহাশয়ের বদান্যতার কথা কিশোরগঞ্জবাসী বিস্মৃত হয়নি। তাঁরই নামানুসারে কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় ‘‘গুরুদয়াল কলেজ’’। ১৯৪৫ সালের শেষের দিকে গুরুদয়াল কলেজ বর্তমানে অবস্থানে স্থানান্তরিত হয়।

১৯৪৫ সনে কলেজে বিএ (পাস) কোর্স খোলা হয়। বিজ্ঞানী সত্যেন বসুর পরামর্শে ১৯৪৮ সনে কলেজে বিজ্ঞান শাখা খোলা হয়। এরপর থেকে প্রতি বছর বোর্ড/ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় মেধাস্থান অধিকার করায় কলেজটির সুনাম সারাদেশে ছড়িয়ে পড়ে। ড. ডি. এল. দাসের পরে সর্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ ওয়াসীমুদ্দিন স্যার কলেজের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণের সাথে সাথে কলেজটি পরিপূর্ণতা লাভ করে। প্রসঙ্গত: উল্লেখ্য যে, ষাটের দশকের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএসসি (পাস) পরীক্ষায় ১ম থেকে ১০ম পর্যন্ত প্রায় সবগুলো স্থানই অর্জনকারী শিক্ষার্থী ছিল এ কলেজের। তাছাড়া ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএসসি (পাস) পরীক্ষায় মাত্র ০১ জন পরীক্ষার্থী ১ম বিভাগে ১ম স্থান অধিকার করে, সে ছাত্রটিও অত্র প্রতিষ্ঠানের। ১৯৮০ সালে ১ মার্চ কলেজটি জাতীয়করণ করা হয়। ১৯৯৭-১৯৯৮ শিক্ষাবর্ষ হতে অনার্স কোর্স চালু হয়। প্রথমে কলেজে ১৬টি বিষয়ে অনার্স কোর্স এবং ০৬ টি বিষয়ে মাস্টার্স শেষপর্ব কোর্স চালু ছিল। গত ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষ হতে আরও ০৪টি বিষয়ে মাস্টার্স শেষপর্ব কোর্স খোলা হয়েছে ( এ ক্ষেত্রে মাননীয় স্পীকার এডভোকেট আবদুল হামিদ এমপি মহোদয়ের ভূমিকা ছিল মূখ্য)। কলেজটি প্রতি বছরই বিভিন্ন বিষয়ে ১ম শ্রেণীতে ১ম (স্থান)সহ অনার্স এবং মাস্টার্স শেষপর্ব পরীক্ষায় উজ্জ্বল ফলাফল করে আসছে। তাছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় A+ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। কলেজে রয়েছে দক্ষ শিক্ষকমন্ডলীসহ শিক্ষার চমৎকার পরিবেশ।

গুরুদয়াল সরকারী কলেজ হতে অনেক কীর্তিমান জ্ঞাপন তাপস এবঙ রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন ব্যক্তির আবির্ভাব ঘটছে। এঁদের মধ্যে উল্লেখ্য যোগ্য গুণী ব্যক্তিবর্গ হলেন প্রাক্তন মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি জনাব সাহাবউদ্দিন আহমেদ, বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পীকার জনাব এডভোকেট আবদুল হামিদ, এমপি, বর্তমানে সুপ্রীম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি জনাব মো: মোজাম্মেল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. আ: মান্নান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা, রাজনীতি ও সামাজিক উন্নয়ন বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. দূর্গাদাস ভট্টাচার্য্য, প্রাক্তন সেনা প্রধান ও মন্ত্রী লে. জেনারেল (অব:) নূরুদ্দীন খান, সিএমএইচ এর প্রাক্তন চীপ মেডিক্যাল অপিসার সাবেক বারডেম এর মহাপরিচালক মেজর জেনারেল (অব:) জিয়া উদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব:) আব্দুল মতিনসহ অসংখ্য কৃতি শিক্ষার্থী, যাঁরা সমাজ ও রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে লদ্ধ প্রতিষ্ঠিত তাঁরা অত্র কলেজেরই ছাত্র ছিলেন।

এ কলেজের সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে অত্র এলাকার গর্বিত সন্তান বাংলাদেশের প্রথম অস্থায়ী মহামান্য রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, তাঁর সুযোগ্য পুত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এমপি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. এম. ওসমান গণির পুত্র সাবেক শিক্ষামন্ত্রী ড. এম. ওসমান ফারুক।


কিশোরগঞ্জ জেলার গুরুদয়াল সরকারী কলেজ নি:সন্দেহে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বহু ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে হাওর এলাকার জেলার হিসেবে কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারী কলেজই ঐ এলাকার ছাত্র-ছাত্রীদের জন্য উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান। এ কলেজটিতে বর্তমানে প্রায় ১৬,০০০ (ষোল হাজার) ছাত্র-ছাত্রী একাদশ, দ্বাদশ, স্নাতক (পাস) ১ম, ২য়, ৩য় বর্ষ, স্নাতক (সস্মান) ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষ এবং মাস্টার্স (শেষপর্ব) কোর্সে অধ্যযন করছে। প্রতি বছর সিভিল-মিলিটারী সার্ভিসসহ দেশে-বিদেশে এ কলেজ হতে বের হয়ে বহু শিক্ষার্থী বিভিন্ন সরকারী, বেসরকারী পদে যোগদান করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমানে কলেজটিতে ১৬ টি বিষয়ে অনার্সসহ ১০ টি মাস্টার্স শেষপর্ব কোর্স চালু আছে।

বর্তমান অধ্যক্ষ প্রফেসর মো: আরজ আলী গত ২৮/০৭/২০১০ তারিখে অত্র কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। কলেজটি জাতীয়করণের পর হতে অদ্যাবধি তিনিই হচ্ছেন একমাত্র অধ্যক্ষ যিনি প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (রাষ্ট্রবিজ্ঞান), উপাধ্যক্ষ, অধ্যাপক (ইনসিটো) এবং সর্বশেষ অধ্যক্ষ (পূর্ণ প্রফেসর হিসেবে) পদে দায়িত্ব পালনের দুর্লভ সুযোগ লাভ করেছেন। বর্তমানে সুযোগ্য উপাধ্যক্ষ এবং পান্ডিত্যের অহংকার সমৃদ্ধ শিক্ষকমন্ডলী, অফিসের কর্মচারীবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতায় কলেজটি দিন দিন তার স্বীয় স্বগৌরব ফিরে পাওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কলেজটিকে আরো উন্নতির দিকে এগিয়ে নেয়ার দায়িত্ব সমগ্র কিশোরগঞ্জ বাসীর।

Where is Gurudayal Govt. College, Kishoreganj located ?

TOP10 PLACES NEAR TO GURUDAYAL GOVT. COLLEGE, KISHOREGANJ

Updates from Gurudayal Govt. College, Kishoreganj

Review Gurudayal Govt. College, Kishoreganj

   Loading comments-box...