গজারিয়া মুন্সীগঞ্জ - Munshiganj 5.33

4.4 star(s) from 60 votes
বাউশিয়া
Munshiganj, 1510
Bangladesh
Download vCard Share
Send Message Add Review

About গজারিয়া মুন্সীগঞ্জ

গজারিয়া মুন্সীগঞ্জ গজারিয়া মুন্সীগঞ্জ is one of the top rated place listed as Community & Government in Munshiganj , Residence in Munshiganj , Community/government in Munshiganj ,

How to contact গজারিয়া মুন্সীগঞ্জ ?

More about গজারিয়া মুন্সীগঞ্জ

#গজারিয়া উপজেলা
গজারিয়া উপজেলা (মুন্সিগঞ্জ জেলা) আয়তন: ১৩০.৯২ বর্গ কিমি। অবস্থান: ২৩°২৯´ থেকে ২৩°৩৭´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৩৪´ থেকে ৯০°৪৩´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে সোনারগাঁ ও হোমনা উপজেলা, দক্ষিণে মতলব উত্তর উপজেলা, পূর্বে দাউদকান্দি ও মেঘনা উপজেলা, পশ্চিমে মুন্সিগঞ্জ সদর, সোনারগাঁ উপজেলা ও মেঘনা নদী। উপজেলাটি চারদিকে মেঘনা নদী দ্বারা বেষ্টিত।
জনসংখ্যা 1৩৮১০৮; পুরুষ ৬৯৬৯৮, মহিলা ৬৮৪১০। মুসলিম ১৩৩৪৫৩, হিন্দু ৪৬৩১ এবং অন্যান্য ৩০।
জলাশয় প্রধান নদী: মেঘনা।
প্রশাসন একসময় গজারিয়া থানা দাউদকান্দি থানার অন্তর্গত ছিল। ১৯৫৪ সালে গজারিয়া থানা গঠিত হয় এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
উপজেলা
পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
- ৮ ১১৪ ১৩৩ ৬২৬৮ ১৩১৮৪০ ১০৫৫ ৬৬.৪ ৫৩.২
উপজেলা শহর
আয়তন (বর্গ কিমি) মৌজা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
৪.৭৬ ৫ ৬২৬৮ ১৩১৭ ৬৬.৪
ইউনিয়ন
ইউনিয়নের নাম ও জিও কোড আয়তন (একর) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
ইমামপুর ৭৩ ৫১৪৬ ১০৬৫৭ ১০৭৬২ ৫৫.৫৩
গজারিয়া ৪২ ৩৬৮০ ৭১৭১ ৭৩১৬ ৫৩.৩৪
গুয়াগাছিয়া ৫২ ৩৭২৩ ৭২৬৫ ৭৪১১ ৩৮.৭৫
টেঙ্গারচর ৮৪ ২৭৭৩ ৬৫৮৮ ৬১৯৩ ৬৪.৩৯
বাউসিয়া ২১ ৫৩৮১ ১১৭৮৫ ১১৪৯৯ ৪৯.০৩
বালুয়াকান্দি ১০ ২৯৫০ ৮২০৫ ৭৫৩৩ ৪৮.৯৩
ভবের চর ৩১ ২১৪৫ ৫৮৬৮ ৮৩৫৮ ৬৬.৯১
হোসেনদি ৬৩ ৫০৪৫ ৯৪৫৯ ৯৩৩৮ ৫৪.০৪
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
Gazaria Upazila
মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালের ৯ মে পাকবাহিনী স্থানীয় রাজাকারদের সহায়তায় গজারিয়া উপজেলার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে প্রায় ৩৬০জন নিরীহ জনগণকে হত্যা করে। ১৪ মে মুক্তিযোদ্ধারা বোমা বিস্ফোরণের সাহায্যে ভাটেরচর ব্রীজ ধ্বংস করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ২২ মে পাকবাহিনী বাউশিয়া গ্রামের অধিকাংশ বাড়িঘরে অগ্নিসংযোগ করে। ৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের ভাটেরচর বেইলি ব্রিজ ধ্বংস করার সময় পাকবাহিনীর আক্রমণে ৯জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ৮ ডিসেম্বর পাকবাহিনী ভবেরচরে ১০জন কিশোরকে হত্যা করে এবং ৯ ডিসেম্বর পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে ১জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ১৪ ডিসেম্বর মিত্রবাহিনীর বিমান হামলায় পাকবাহিনীর ২টি গানবোট ডুবে যায় এবং এই দিনে গজারিয়া উপজেলা শত্রুমুক্ত হয়।
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গণকবর ১ (ভবেরচর)।
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ২৩০, মন্দির ৫। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: কাউনিয়া মসজিদ, পুরান বাউসিয়া জামে মসজিদ, সোলায়মান লেংটার মাযার, ভবেরচর মন্দির।
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৫৩.০৮%; পুরুষ ৫৭.০৪%, মহিলা ৫০.১%। বিশ্ববিদ্যালয় ১, কলেজ ২, ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ ১, মাধ্যমিক বিদ্যালয় ১২, প্রাথমিক বিদ্যালয় ৬৭, ভকেশনাল ইন্সটিটিউট ১, মাদ্রাসা ৫। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমুহ: ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয় (১৯৩০), গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় (১৯৪৭), গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (১৯৭৭), বালুয়াকান্দি ডাঃ আব্দুল গাফ্ফার উচ্চ বিদ্যালয়, অসডোর অ্যাকাডেমি জুনিয়র হাই স্কুল, গজারিয়া বাতেনীয়া সিনিয়র মাদ্রাসা, গজারিয়া সরকারি কলেজ এবং বাউশিয়া এম এ আজহার হাই স্কুল (১৯৬৪)।
পত্র-পত্রিকা ও সাময়িকী দৈনিক মুন্সিগঞ্জের কাগজ।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ২, প্রেসক্লাব ১, শিল্পকলা একাডেমি ১, ক্লাব ২৫, সিনেমা হল ১, মহিলা সমিতি ৪১, খেলার মাঠ ১৮।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৪৪.৬৩%, অকৃষি শ্রমিক ১.৭২%, শিল্প ০.৪০%, ব্যবসা ১৭.০২%, পরিবহণ ও যোগাযোগ ৩.৪৯%, চাকরি ৬.৮০%, নির্মাণ ১.৫২%, ধর্মীয় সেবা ০.২১%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ২.২৫% এবং অন্যান্য ২১.৯৬%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৬৪.৭৪%, ভূমিহীন ৩৫.২৬%। শহরে ৬৫.৪৮% এবং গ্রামে ৬৪.৭০% পরিবারের কৃষিজমি রয়েছে।
প্রধান কৃষি ফসল ধান, গম, আলু, সরিষা, তিল, মসুর ডাল, চীনাবাদাম, ভুট্টা।
বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় ফসলাদি পাট, কাউন, কলাই, তিষি।
প্রধান ফল-ফলাদি আম, জাম, কাঁঠাল, কলা, পেঁপে, লিচু, নারিকেল, পেয়ারা, কুল, তাল, বাতাবি লেবু, কতবেল, তরমুজ।
মৎস্য, হাঁস মুরগির খামার মৎস্য ২২, হাঁস-মুরগি ২৫, হ্যাচারি ৪, অন্যান্য ১।
যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ৪৬.০৭ কিমি, কাঁচারাস্তা ১৪২.০০ কিমি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরুর গাড়ি।
শিল্প ও কলকারখানা এ উপজেলায় কাগজ কল, সিমেন্ট কারখানা, সুতা কল, বিস্কুট ফ্যাক্টরি, হিমাগার প্রভৃতি রয়েছে।
কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, তাঁতশিল্প, বাঁশের কাজ, কাঠের কাজ প্রভৃতি।
হাটবাজার ও মেলা হাটবাজার ৭, মেলা ৪। উল্লেখযোগ্য হাটবাজার ও মেলা: গজারিয়া বাজার, ভবেরচর হাট, রসুলপুর হাট, হোসেনদি বাজার, দাসকান্দি বটগাছতলা মেলা (মধ্য বাউসিয়া), কালীগাছতলা মেলা (ভবেরচর)।
প্রধান রপ্তানিদ্রব্য আলু, গম, কাগজ, সিমেন্ট, সূতা।
বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ২৭.৮৫% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলের উৎস অগভীর নলকূপ ৮৫.৩০%, গভীর নলকূপ ২.৩৭%, ট্যাপ ০.৪১%, পুকুর ১.৫৪%, অন্যান্য ১০.৩৮%। উপজেলার ৮৭% অগভীর নলকূপের পানিতে আর্সেনিক রয়েছে। ২০০১ সালের এক জরীপ অনুযায়ী আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা ১০৩ জন।
স্যানিটেশন ব্যবস্থা ৩৮.৩৫% (গ্রামে ৩৬.১৭% এবং শহরে ৮২.৩৪%) পরিবার স্বাস্থ্যকর এবং ৫৪.৮৬% (গ্রামে ৫৬.৯৪% এবং শহরে ১২.৯০%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ৬.৭৯% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ (৩১ শয্যা বিশিষ্ট), উপ স্বাস্থ্যকেন্দ্র ৪, পরিবার পরিকল্পনা কেন্দ্র ৮, দাতব্য চিকিৎসালয় ৪, কমিউনিটি ক্লিনিক ৬, কৃত্রিম প্রজনন কেন্দ্র ১, পশু চিকিৎসা কেন্দ্র ১।
এনজিও ব্র্যাক। [এ.কে.এম হাবিবুর রহমান]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; গজারিয়া উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন-২০০৭।



এক নজরে গজারিয়া
এক নজরে গজারিয়া
নং বিবরণ সংখ্যা নং বিবরণ সংখ্যা নং বিবরণ সংখ্যা
০১ উপজেলার আয়তন ক) ১৩১ বর্গ কি.মি.খ) ৫১ বর্গ মাইল ২৫ বিধবা ভাতা গ্রহীতাপ্রতিবন্ধী ভাতা গ্রহীতা ১,১৭৬ জন৩৬৭ জন ৪৯ বৈদ্যুতিক উপ -কেন্দ্র ০২ টি
০২ ইউনিয়নের সংখ্যা ০৮ টি ২৬ মুক্তিযোদ্ধা ভাতা গ্রহীতা ৩৪১ জন ৫০ মসজিদ ৩৪৯টি
০৩ গ্রামের সংখ্যা ১৩৩টি ২৭ ভিজিডি গ্রহীতা মহিলা ১,২৯৯ জন ৫১ মন্দির ১৬ টি
০৪ মৌজার সংখ্যা ১১০টি ২৮ মাতৃত্বকাল ভাতা গ্রহীতা ২২৪ জন ৫২ সরকারী/বেসরকারী রেস্ট হাউজ ০২ টি
০৫ জনসংখ্যা পুরষ মহিলা ১,৫৭,৯৮৮ জন৭৮,৭৪৪ জন৭৯,২৪৪ জন ২৯ মোট জমির পরিমাণ নীট আবাদী জমিকৃষি বস্নকের সংখ্যামোট কৃষক পরিবারের সংখ্যাভূমিহীন কৃষকের সংখ্যামোট খাদ্য চাহিদামোট খাদ্য উৎপাদনপ্রধান ফসল ১৩,০৯২ হেক্টর৬,৯৯০ হেক্টর২৪ টি২৩,০৮৪ জন৪,০৩২ জন২৫,২৭৫ মে.টন১৬,০৯১ মে.টনআলু, বোরো ধান ৫৩ এন.জি.ও ০৮ টি
০৬ জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি.মি.) ১২০৬ জন ৩০ প্রাণী হাসপাতাল ০১টি ৫৪ বেসরকারী হাসপাতাল/ক্লিনিক ০৩টি
০৭ থানার সংখ্যা ১টি ৩১ পাকা রাসত্মা ৬৯ কি.মি ৫৫ ডায়াগনস্টিক সেন্টার ০৭টি
০৮ জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৩% ৩২ কাঁচা রাসত্মা ১৫৪ কি.মি. ৫৬ ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ ১ টি
০৯ সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬৩ টি ৩৩ অকৃষি জমির পরিমাণ ১০,৭৮৯ একর ৫৭ ভোকেশনাল ইনস্টিটিউট ০১টি
১০ নব জাতীয়করণকৃত প্রা. বি. ২০টি ৩৪ খাদ্য গুদাম ০১টি ৫৮ বন্যা/সাইক্লোন সেন্টার ১৬ টি
১১ ১৫০০ বিদ্যালয় প্রকল্পভুক্ত বি.মোট প্রাথমিক বিদ্যালয় ০৪টি৮৭টি ৩৫ হিমাগার ০২টি ৫৯ স’ মিল ১৫ টি
১২ প্রা.বি.-তে উপবৃত্তি সুবিধাভোগী মোট পরিবার সংখ্যা ৬,৭৭৭ টি ৩৬ আশ্রয়ন/আবাসন প্রকল্প ০৬টি ৬০ ইট ভাটা ০৩ টি
১৩ বিতরণকৃত বইয়ের সংখ্যা ২২৩২৩ (২০১৫ সনে) ৩৭ আদর্শ গ্রাম/গুচ্ছ গ্রাম ০২টি ৬১ পেট্রোল পাম্প/ফিলিং স্টেশন ১১ টি
১৪ নিমণ মাধ্যমিক বিদ্যালয় ০২টি ৩৮ পুকুর ২৬০ টি ৬২ সার কারখানা ০১ টি
১৫ মাধ্যমিক বিদ্যালয় ১৭টি ৩৯ মোট জেলের সংখ্যাখালের সংখ্যা ২,০৭২ জন০৮টি ৬৩ পেপার মিল ০৫ টি
১৬ মহাবিদ্যালয় ০৩টি ৪০ নদী ০৩টি ৬৪ টেক্সটাইল মিল ০১টি
১৭ মাদ্রাসা ০৫টি ৪১ জল মহল ০২টি ৬৫ জুট মিল ০১ টি
১৮ শিক্ষারহার ৫৭.৩৪% ৪২ খেয়া ঘাট/নৌকা ঘাট ০৭টি ৬৬ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ০১ টি
১৯ সরকারী হাসপাতাল ০১টি ৪৩ টিউবওয়েল (সরকারী) ২,০৬১টি ৬৭ গার্মেন্টস ০২ টি
২০ হাসাপাতালের শয্যা সংখ্যা ৫০টি ৪৪ হাট বাজার ০৭ টি ৬৮ সিমেন্ট কারখানা ০২ টি
২১ ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র ০৪টি ৪৫ ডাকঘর ১৩টি ৬৯ জাহাজ শিল্প ০৩ টি
২২ ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র ০৪টি ৪৬ ব্যাংক ১৩টি ৭০ স্টীল ইন্ডাস্ট্রিজ ০১ টি
২৩ কমিউনিটি ক্লিনিক ১৭টি ৪৭ টেলিফোন (সংযোগসহ) ৩০টি ৭১ সুতার কারখানা ০১ টি
২৪ বয়স্ক ভাতা গ্রহীতার সংখ্যা ৩৬০৯ জন ৪৮ বিদ্যুতায়িত গ্রাম ৯২ টি ৭২ অন্যান্য মিল ১৪ টি

Where is গজারিয়া মুন্সীগঞ্জ located ?

TOP10 PLACES NEAR TO গজারিয়া মুন্সীগঞ্জ

Updates from গজারিয়া মুন্সীগঞ্জ

Review গজারিয়া মুন্সীগঞ্জ

   Loading comments-box...